করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন যুগ্মসচিব মো.লুৎফুর রহমান তরফদার

দ্বারা zime
০ মন্তব্য 166 দর্শন

 

করোনায় আক্রান্ত হয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যোগাযোগ উইংয়ের প্রধান ও যুগ্মসচিব মো. লুৎফুর রহমান তরফদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফরিদ আজিজ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিচ করেছেন।

তিনি বলেন, মো. লুৎফুর রহমান তরফদার করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। নিয়মিত খাবারও খাচ্ছিলেন। বৃহস্পতিবার হঠাৎ করেই শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়। পরে রাত সোয়া ১টার দিকে মারা যান তিনি।

সরকারের যুগ্মসচিব লুৎফুর রহমান ৮৬ ব্যাচের ইকোনোমিক ক্যাডারের কর্মকর্তা ছিলেন। সাবেক বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনোমিক অ্যাসোসিয়শেনের সহ-সভাপতি ছিলেন তিনি।

জামালপুর জেলার চাঁনপুর গ্রামে জন্মগ্রহন করেন লুৎফুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন