করোনায় আরও এক নক্ষত্রের বিদায়

দ্বারা zime
০ মন্তব্য 159 দর্শন

 

সর্বনাশা করোনা ভাইরাসের আক্রমণে ঝরে গেলো আরো এক নক্ষত্র। সংক্রমন থেকে জনগনকে নিরাপদ রাখতে গিয়ে নিজের জীবন অনিশ্চয়তায় ঠেলে দেওয়া এই সাহসী পুলিশ কর্মকর্তার নাম মোঃ মিজানুর রহমান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদের কর্মকর্তা ছিলেন।

২২ তম বিসিএস পুলিশ ব্যাচের এই মেধাবী কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জুনের ২৮ তারিখে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসক ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত করে সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম শানতু ডিএমপি নিউজকে জানান, তিনি সোমবার ভোর ৩:৪১ টায় চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতবরণ করেন।

কর্মজীবনে মোঃ মিজানুর রহমান সিএমপির ডিসি-ডিবি (দক্ষিন) সহ ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

করোনার সম্মুখযোদ্ধা অকুতোভয় এই বীরের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমানুভুতি প্রকাশ করছি। এই মহান পুলিশ কর্মকর্তার আত্মা চিরশান্তিতে থাকুক।

সংবাদসূত্রঃ ডিএমপি নিউজ





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন