করোনা প্রতিরোধে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে এমপি রবি’র সচেতনতামূলক সভা

দ্বারা zime
০ মন্তব্য 169 দর্শন

 

মাহফিজুল আক্কাস :সাতক্ষীরায় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সদরের ১৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানরা যদি দায়িত্ব নিয়ে কাজ করে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার দ্রুত রোধ করা সম্ভব। নিজে যেমন নিরাপত্তার কথা ভাবছেন তেমনি আপনার এলাকার জনগণের নিরাপত্তার কথাও ভাবতে হবে। সরকারি ত্রাণ সব জায়গায় এখনও পৌছায়নি। করোনার প্রভাবে কর্মহীন সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। আপনাদের ব্যক্তিগত উদ্যোগে ও পারেন নিজ নিজ এলাকার কিছু মানুষের দায়িত্ব নিতে। আমি সাতক্ষীরা সদর উপজেলার জন্য ৪২ মেঃ টন চাল ও নগত অর্থ বরাদ্ধ এর ব্যবস্থা করেছি। এর পরেও বেশি বরাদ্ধ আনার জন্য যোগাযোগ করছি। আমি চাইনা আমার সাতক্ষীরার মানুষ না খেয়ে কষ্টে থাকুক। আল্লাহর অস্তে কোন রকম স্বজনপ্রীতি ও অনিয়ম যেন না হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে কে শক্রু কে মিত্র সেটা বড় কথা নয়। বিবেকের দায়বদ্ধতা থেকে মানুষের পাশে থেকে সদরের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাজ করার আহবান জানান এমপি রবি। এসময় ইউপি চেয়ারম্যানরা স্বচ্ছতার মাধ্যমে এবং সকল অনিয়ম দূর্নীতির উর্দ্ধে থেকে কাজ করবে বলে আশ^াস প্রদান করেন।’
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, আলিপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন