করোনা ভাইরাসজনিত প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে কাশেম গ্রুপের রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচির উদ্বোধন

দ্বারা zime
০ মন্তব্য 183 দর্শন

 

করোনা ভাইরাসজনিত প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে কাশেম গ্রুপের রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচির উদ্বোধন


মাহফিজুল ইসলাম আককাজ : কাশেম গ্রুপ সাতক্ষীরা’র পক্ষ থেকে করোনা ভাইরাসজনিত প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টায় কাশেম গ্রুপ সাতক্ষীরা’র আয়োজনে কাশেম গ্রুপ এ.কে ট্রাভেলস্ এর সামনে কাশেম গ্রুপ সাতক্ষীরা’র এমডি পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, কাশেম গ্রুপ সাতক্ষীরা’র চেয়ারম্যান তাহমিদ সাহেদ চয়ন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল প্রমুখ। প্রতিদিন করোনা ভাইরাসজনিত প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়া পৌর এলাকার ০৯টি ওয়ার্ডে ২ হাজার ৫শ’ মানুষের মাঝে কাশেম গ্রুপ সাতক্ষীরা’র পক্ষ থেকে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এ কর্মসুচি চলবে রোজার ঈদের আগের দিন পর্যন্ত।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন