কেনাকাটার সময় সামাজিক দুরত্ব নিশ্চিত করুন : কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাত

দ্বারা zime
০ মন্তব্য 158 দর্শন

 

সরকারী সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক নাগরিককে সামাজিক/শারীরিক দূরত্ব মেনে চলার শর্তে সীমিত আকারে হাট-বাজার, দোকান পাট ও শপিংমলগুলো খোলায়  এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার),  পুলিশ সুপার, কুষ্টিয়া এঁর সার্বিক দিক নির্দেশনায় কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে।

শহরে (হাট-বাজার, দোকান পাট ও শপিংমল মুখী) আগত প্রত্যেক নাগরিককে চেকপোস্টে তাহাদের মাস্ক/হ্যান্ডগ্লাভস পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। পুলিশ সুপার, কুষ্টিয়া এসএম তানভীর আরাফাত পিপিএম( বার)  দোকান পাট ও শপিংমল সমূহের প্রবেশ মুখে সর্বসাধারনের জন্য জীবানুনাশক চেম্বার/সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা’সহ সার্বিক বিষয়গুলি পর্যবেক্ষন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন