ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ব্যতিক্রমধর্মী উদ্যোগ

দ্বারা zime
০ মন্তব্য 160 দর্শন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে সদর উপজেলার রেজিষ্ট্রেশনকৃত ক্লাবগুলোর মাঝে টিআর প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্লাব সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, চলন্তিকা ক্লাবের সভাপতি কাজী কামরুজ্জামান কাজী, এরিয়ান্স ক্লাবের সভাপতি জাহিদ হাসান আলতু, ক্রিকেট ক্লাবের সভাপতি হক, সাতক্ষীরা ক্রিকেট একাডেমির সভাপতি একরামুল কবির লালু, স্টুডেন্ট ক্লাবের সভাপতি খন্দকার আরিফ হাসান প্রিন্স, গাভা ক্রীড়া সংস্থার সভাপতি মহিনুর ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর উপজেলার ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে টিআর প্রকল্পের আওতায় সদর উপজেলার রেজিষ্ট্রেশনকৃত ৯টি ক্লাবের অনূকূলে প্রত্যেক ক্লাবকে ৫২ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৬৮ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানান ক্লাব নেতৃবৃন্দরা। রেজিষ্ট্রেশনকৃত ক্লাবগুলো হলো-টাউন স্পোটিং ক্লাব, এরিয়ান্স ক্লাব, শিল্পী চক্র, ক্রিকেট ক্লাব, স্টুডেন্ট ক্লাব, সাতক্ষীরা ক্রিকেট একাডেমি, চলন্তিকা ক্লাব, জোড়দিয়া মর্ডাণ স্পোটিং ক্লাব, গাভা ক্রীড়া সংস্থা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন