“ক‌রোনা‌রোগীর তথ্য সংগ্রহ” পরিচয় সুনিশ্চিত হয়ে গৃহে প্রবেশের অনুমতি দিন : বাংলাদেশ পুলিশ

দ্বারা zime
০ মন্তব্য 353 দর্শন

 

সম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, ক‌রোনা‌ রোগীর তথ্য সংগ্রহ ও জরুরী সেবার না‌মে কিছু দুষ্কৃ‌তিকারী সাধারণ মানু‌ষের বা‌ড়ি‌তে গি‌য়ে অপরাধ সংঘটনের সু‌যোগ নি‌চ্ছে।
এমতাবস্থায়, সন্মা‌নিত নাগ‌রিকগণ‌কে আহবান জানা‌নো যা‌চ্ছে যে, আপনারা কোনো অবস্থা‌তেই আগন্তু‌কের প‌রিচয় নি‌শ্চিত না হ‌য়ে অথবা তার বা তা‌দের কার্যক্র‌মের বৈধতা সম্প‌র্কে নি‌শ্চিত না হ‌য়ে তা‌কে বা তা‌দেরকে আপনা‌দের গৃ‌হে প্র‌বেশ কর‌তে দি‌বেন না। এ বিষ‌য়ে স‌ন্দেহ হ‌লে, নিকটস্থ থানা‌কে অব‌হিত করুন অথবা ৯৯৯ এ ফোন ক‌রে নি‌শ্চিত হোন।
বাংলা‌দেশ পু‌লিশ সব সময় আপনার পা‌শে র‌য়ে‌ছে। একইসা‌থে, এ ধর‌নের দুষ্কৃ‌তিকারী‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর হু‌শিয়া‌রি উচ্চারণ কর‌ছে বাংলা‌দেশ পু‌লিশ।
– প্রেস রিলিজ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন