খুলনায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি সহ আটক -১।।

দ্বারা zime
০ মন্তব্য 395 দর্শন

 

গাজী জাহিদুর রহমানঃ খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে (০৮) জুলাই ডুমুরিয়া থানা এলাকা হতে মোঃ লিটন বিশ্বাস ওরফে লিটন দেওয়ানকে ০১ (এক) অত্যাধুনিক পিস্তল ও ০৩ (তিন) রাউন্ড পিস্তলের কার্তুজ সহ গ্রেফতার।

সূত্র জানায়,খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব তোফায়েল আহমেদ এর নেতৃত্বে এসআই (নিঃ)/ লুৎফর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য/অস্ত্র-গুলি উদ্ধার, তালিকাভুক্ত সন্ত্রাসী জলদস্যু/ বনদস্যু গ্রেফতারের লক্ষে ডুমুরিয়া থানাধীন হাসানপুর খেয়াঘাট সংলগ্ন হাসানপুর ব্রীজ এর উপর আকস্মিক চেকপোস্ট ডিউটি করাকালে (০৮) জুলাই রাত্র ২০.০৫ ঘটিকার সময় ডুমুরিয়ার দিক থেকে আসা একটি মোটর সাইকেল তল্লাশী করার উদ্দেশ্যে সিগন্যাল দিলে উক্ত মোটরসাইকেলের চালক সহ পিছনে বসা আরো ০২ জন ডিবি পুলিশের সিগন্যাল উপেক্ষা করে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে।

অভিযান ডিউটিতে নিয়োজিত ডিবি পুলিশের সদস্যরা উক্ত মোটরসাইকেলটি আটকের চেষ্টাকালে মোটরসাইকেলের পিছনে বসা মোঃ লিটন বিশ্বাস @ লিটন দেওয়ান (৩৮), পিতা-মৃত আবুল কাশেম বিশ্বাস, সাং-মিকশিমিল, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাকে আটক করে। মোটরসাইকেলের চালক সহ অন্য একজন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে মিকশিমিলের দিকে পালিয়ে যায়। ডিবি পুলিশ আসামি মোঃ লিটন বিশ্বাস @ লিটন দেওয়ানকে তার পরিহিত জিন্সের প্যান্টের পিছনে কোমরে গোজা অবস্থায় থাকা ০৩ রাউন্ড গুলি লোড অবস্থায় থাকা ০১ (এক) টি অত্যাধুনিক বিদেশী পিস্তল সহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোঃ লিটন বিশ্বাস @ লিটন দেওয়ান তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করে। মোঃ লিটন বিশ্বাস @ লিটন দেওয়ানসহ তার বাহিনীর অন্যান্য সদস্যরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা সহ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত আসামির বিরুদ্ধে বিষ্ফোরক, অস্ত্র আইন, অপহরণ, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে ৫/৬ টি মামলা রয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ)/ লুৎফর রহমান বাদী হয়ে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনাস্থল থেকে পলাতক আসামিদের গ্রেফতারসহ তাদের দখলে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে গ্রেফতারকৃত আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ সহ ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন