খুলনায় ৭২ জন এতিম শিশুকে নিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করলেন,ইউএনও দেবাষীশ চৌধুরী

দ্বারা zime
০ মন্তব্য 404 দর্শন

সিটিজেন জার্ণালিস্ট(জিমি):
১৪ ই ফেব্রুয়ারী ছিল বিশ্ব ভালবাসা দিবস।দিন টি তে সবাই পরিবার পরিজন নিয়ে বেশ আনন্দে দিন টি উদযাপন করেছিলেন।ভালবাসা বলতে যে শুধু প্রমিক-প্রেমিকার মধ্যে ভালবাসা, সেটা কিন্তু নয়।ভালবাসা ব্যক্তি ও সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন ধরনের হয়।যেমন- সন্তানের সাথে পিতা-মাতার ভালবাসা,মালিকের সাথে শ্রমিকের ভালবাসা,শিক্ষকের সাথে ছাত্র-ছাত্রীদের ভালবাসা,বড় ভাই এর সাথে ছোট ভাই এর ভালবাসা,বড় বোনের সাথে ছোট ভাই এর ভালবাসা ইত্যাদি ধরনের হয়ে থাকে।উদাহরণ স্বরুপ বলা যায়,আপনার বাড়িতে আপনি যদি একটা কুকুর বা বিড়াল পোষেন এবং তাকে যদি ৩ বেলা নিজের হাতে ভাত খেতে দেন?দেখবেন তার প্রতি আপনার একটা মায়া চলে আসবে।হঠাৎ যদি সেই পোষা কুকুর বা বিড়ালটি যদি মারা যায়??দেখবেন,আপনার মনে সামান্যতম হলেও খারাপ লাগবে।একে বলে,পশু-পাখির প্রতি মানুষের ভালবাসা।

কয়েক দিন আগে ১৪ ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস উদযাপন করা হয়েছে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও।ভ্যালেন্টাইন ডে তে যখন সবাই নিজ নিজ আপনজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন,ঠিক তখন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার জনাব দেবাষীশ চৌধুরী এক ব্যতিক্রমধর্মী মহতি উদ্যোগ গ্রহন করেন।ভালবাসা দিবসে বুধবার বটিয়াঘাটার মল্লিকের মোড় শেখ রাসেল শিশু দুঃস্থ পূনর্বাসন কেন্দ্রের ৭২জন এতিমদের সাথে ভালোবাসা বিনিময় করে দিবসটি উদযাপন করেছেন ইউএনও দেবাষীশ চৌধুরী। তিনি এসময় দুঃস্থদের সাথে আনন্দ উল্লাস করে দুপুরে তাদের সাথে মধ্যাহ্নভোজ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোঃ রুবেল সহ পূনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে ইউএনও উপজেলা বাজার সদরে অসহায় দুঃস্থ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। বিতরন কালে উপস্থিত ছিলেন থানার ওসি মোঃ মোজাম্মেল হক মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, আ’লীগনেতা মানস পাল, ইউপি সদস্য নজরুল ইসলাম খা, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক গাজী তরিকুল, সাংবাদিক শাওন হাওলাদার প্রমূখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন