জননেত্রীর নির্দেশে খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি : জি এম ওয়াহিদ পারভেজ

দ্বারা zime
০ মন্তব্য 309 দর্শন

 

সাতক্ষিরা থেকে শুভ:করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষ যখন নিজ ঘরে হোম কোয়ারান্টাইনে অবস্থান করছে তখন দুস্থ ও অসহায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতা।

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক বর্তমান সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এর দিক নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে যে সমস্ত অসহায় পরিবার নিজ নিজ বাড়িতে অবস্থান করছে তাদেরকে নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, পেঁয়াজ, রশুন, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পোঁছে দেওয়া হচ্ছে।

এই কর্মসূচির সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ নেতা আশিক রেজা অপু, সাবেক ছাত্র নেতা শেখ আলমগীর হোসেন,সাবেক ছাত্র নেতা আাব্দুল্যাহ আল মামুন,সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, জাহাঙ্গীর আলম রকি, মিলন রায় সহ আরও অনেকে।

জি এম ওয়াহিদ পারভেজ বলেন- করোনা ভাইরাস মোকাবেলায় মানুষকে সচেতনতার পাশাপাশি বাড়িতে বাড়িতে যেয়ে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। এটাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন