ঢাকা উত্তর সিটি কর্পারেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসাবে দায়িত্ব নিলেন ডেপুটি সেক্রেটারি তরিকুল ইসলাম

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 420 দর্শন

 

ঢাকা উত্তর সিটি কর্পারশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসাবে দায়িত্বভার বুঝে নিয়েছেন ডেপুটি সেক্রেটারি আ,ন,ম তরিকুল ইসলাম।

বৃহম্পতিবার পূর্বাহ্নে  আ,ন,ম তরিকুল ইসলাম উত্তর সিটি কর্পারশনের দায়িত্ব বুঝে নেওয়ার পরে ঢাকা উত্তর সিটি কর্পারশন অফিসের  সিনিয়র সহকারী সচিব সহ ওয়ার্ড কমিশনার গণ সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা -কর্মচারীগণ নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।এসময় ডেপুটি সেক্রেটারি আ,ন,ম তরিকুল ইসলাম সকলের সাথে পরিচয় পর্ব সম্পন্ন করেন ও অধীনস্থ স্টার্থ দের সাথে কুশল বিনিময় করেন।

প্রাসংঙ্গত :গত ১৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে  জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা হতে এক প্রঞ্জাপনে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আ,ন,ম তরিকুল ইসলাম কে ঢাকা উত্তর সিটি কর্পারশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসাবে পদায়ন করা হয়।এদিকে ঢাকা উত্তর সিটি কর্পারশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসাবে পদায়িত হওয়াতে উপসচিব তরিকুল ইসলাম কে বিভিন্ন সংগঠন ও তার শুভাকাঙ্ক্ষিণীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।তার ধারাবাহিতায় আপডেট সাতক্ষীরা পরিবার এই জনবান্ধব উপসচিব কে একগুচ্ছ রজনীগন্ধার সুগন্ধে ভরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উপসচিব আ,ন,ম তরিকুল ইসলাম প্রশাসন ক্যাডারের ২২ তম বিসিএস অফিসার।একজন সৎ, দক্ষ ও জনবান্ধব অফিসার হিসাবে তিনি ঢাকা ওয়াসা,শিক্ষা মন্ত্ররণালয় সহ বিভিন্ন দপ্তরে প্রশংসা কুড়িয়েছেন।  তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার সম্ভান্ত এক মুসলিম পরিবারের কৃতি সন্তান।ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

-প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন