ত্রিপোল নাইনে কখন কল করবেন??

দ্বারা zime
০ মন্তব্য 288 দর্শন

 

#জাতীয়_জরুরি_সেবা_৯৯৯_কখন_কল_করবেন

বিপদজনক_পরিস্থিতিতে
o কোথাও আগুন লাগতে দেখলে
o কোথাও বৈদ্যুতিক শর্ট-সার্কিট হতে দেখলে
o কোথাও গ্যাস লাইন থেকে গ্যাস লিক হতে দেখলে
o কাউকে পানিতে পড়ে/ডুবে যেতে দেখলে
o কাউকে বিদ্যুৎপৃষ্ট হতে দেখলে
o কাউকে মারাত্মকভাবে আগুনে পুড়ে যেতে দেখলে
o যে কোন দূর্ঘটনায় কারো মারাত্মক রক্তক্ষরন হতে দেখলে
o রাস্তা-ঘাটে বা হাট-বাজারে কোন শিশু হারিয়ে গেলে
o কোথাও কোন দুর্ঘটনা/এক্সিডেন্ট ঘটতে দেখলে (সড়কপথে, নৌপথে বা রেলপথে)
o কোন নৌযান চরে আটকে গেলে বা চলতি পথে ডুবে যেতে লাগলে বা ডুবে যেতে দেখলে
o কোথাও কাউকে বিপদজনকভাবে আটকা পড়ে থাকতে দেখলে
o কাউকে মারাত্মকভাবে আহত হতে দেখলে বা আহত হয়ে কোথাও পড়ে থাকতে দেখলে
o যে কোন কারনে কেউ মৃত্যুর ঝুঁকিতে থাকলে বা থাকতে দেখলে

#অপরাধমূলক_ঘটনার_ক্ষেত্রে

#নারী_ও_শিশুর_প্রতি_##অপরাধ
 কোথাও বাল্য বিবাহ হতে যাচ্ছে, হচ্ছে বা এই মাত্র হয়েছে
 কোন শিশু সহিংসতার শিকার হতে যাচ্ছে, হচ্ছে বা এই মাত্র হয়েছে
 কোন কিশোরী/মেয়ে/যুবতি/নারীকে ইভটিজিং, যৌন হয়রানী বা শারীরিক নির্যাতনের শিকার হতে দেখলে
 কোন শিশু/কিশোরী/মেয়ে/যুবতি/নারী ধর্ষণের শিকার হতে যাচ্ছে, হচ্ছে বা এই মাত্র ধর্ষিত হয়েছে
 কোন নারী, শিশু বা ব্যাক্তিকে পাচার হতে দেখলে

#অপহরণ_ও_নির্যাতন
 কাউকে অপহরণের চেষ্টা করা হচ্ছে, অপহরণ করে নিয়ে যাচ্ছে বা এই মাত্র অপহরণ করা হয়েছে
 কাউকে অপহরণ করে অবরুদ্ধ করে রাখতে দেখলে
 কাউকে আটকে রেখে/বেঁধে রেখে নির্যাতন করতে দেখলে
 ইচ্ছার বিরুদ্ধে কাউকে দিয়ে জোরপূর্বক কোন কাজ করাতে দেখলে
 শালিসে কোন নারী/পুরুষকে শারীরিক নির্যাতন করতে দেখলে
 কোথাও কোন গৃহকর্মী নির্যাতহনের শিকার হতে দেখলে

#অবৈধ_মাদক_আগ্নেয়াস্ত্র_এবং_সন্ত্রাসী_কার্যক্রম
 কোথাও অবৈধ আগ্নেয়াস্ত্র বা মাদক রয়েছে বলে জানতে পারলে
 কাউকে কোন প্রকার অবৈধ আগ্নেয়াস্ত্র বা মাদক বহন করতে দেখলে
 কেউ আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র দিয়ে কাউকে আঘাত করতে যাচ্ছে, করছে বা এই মাত্র আঘাত করেছে
 কোথাও কোন কিশোর গ্যাং বা আঞ্চলিক গোষ্ঠি/দল/গ্রæপ ভিত্তিক অক্রমনের পরিকল্পনা বা সংঘর্ষ পরিলক্ষিত হলে
 কাউকে সন্ত্রাসী কায়দায় কোন জমি/স্থাপনা দখল করতে দেখলে
 কোথাও সন্ত্রাসী বা জঙ্গি হামালা হতে যাচ্ছে, চলছে বা হয়েছে

#অন্যান্য_অপরাধ
 কোথাও ছিনতাই/চাঁদাবাজী/ডাকাতি হতে দেখলে
 কোন গাড়ি কাউকে পিষ্ট করে বা মারাত্মক দূর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে দেখলে
 কোথাও মাদক বা জুয়ার আসর বসতে দেখলে
 কোথাও যাত্রাপালায় অশ্লীল নৃত্য বা অসামাজিক কাজ হতে দেখলে
 কোথাও ওয়ারেন্টভুক্ত কোন আসামি অবস্থান করতে দেখলে
 কাউকে বেপরোয়াভাবে গাড়ি চালাতে দেখলে
 কাউকে মারাত্মক কোন অপরাধ সংঘটনের পরিকল্পনা করতে দেখলে

এছাড়াও পুলিশ, এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক সেবা প্রয়োজন এমন যে কোন জরুরী পরিস্থিতিতে (মারাত্মক অপরাধ, দুর্ঘটনা বা বিপদ) ৯৯৯ নম্বরে কল করুন|

৯৯৯ নম্বরে কল করলে কোন কল চার্জ কাটা হয় না, মোবাইলে টাকা না থাকলেও ৯৯৯ নম্বরে কল করা যায়।

 

নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন