ধর্মীয় শিক্ষার প্রসারের জন্য নিজের ওয়াক্ফ সম্পত্তি দান করলেন সুলতানপুর বড় বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. ইদ্রীস আলী।।

দ্বারা zime
০ মন্তব্য 401 দর্শন

 

সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. ইদ্রীস আলী ধর্মীয় শিক্ষার প্রসারের জন্য তার ওয়াক্ফ সম্পত্তি দান করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে ওয়াক্ফ রেজিস্ট্রি সম্পাদন করা হয়।

এ বিষয়ে মো: ইদ্রীস আলী বলেন, আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য সাতক্ষীরার ধর্মপ্রাণ, শান্তি প্রিয় মানুষের সন্তানরা তাবলীগুল কুরআন (কুরআন প্রচার-প্রসার) ও সুন্নাহ ভিত্তিক সঠিক জ্ঞান অর্জন করতে পারে এজন্য আমার সুপরিচিত মনীষী জ্ঞান তাপস ড. মুহাম্মাদ শহীদুল্লাহ সাহেব, মাও. আব্দুল হামিদ খান ভাষানী সাহেব, মুষ্টিযোদ্ধা মোহাম্মাদ আলী ক্লে, আল্লামা শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব হুজুর রহ:), হাফেজী হুজুর রহ:, মাও. দ্বীন মুহাম্মাদ হুজুর, মাও. আজিজুল হক সাহেব, মাও. আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর, রহ: (ছদর সাহেব হুজুরের জামাতা), সাতক্ষীরার সাবেক এস.ডি.ও শফিউর রহমান সাহেবদের উপদেশ-অনুপ্রেরণা ও দোয়াতে যে সম্পত্তি অর্জন করেছি তা থেকে গোপালগঞ্জ জেলাধীন টুঙ্গিপাড়া থানার অন্তর্গত জামিআ ইসলামিয়া দারুল উলুম খাদিমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা (যার প্রতিষ্ঠাতা মুজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর সাহেব হুজুর রহ:) নাম বরাবর সাতক্ষীরা জেলার জে.এল ৯৪ নং পলাশপোল মৌজায় ১১৩১৬, ১১৩১৭, ১১৩১৮ দাগে ৩৪.৬০ শতক জমি ওয়াক্ফ দান করেছি। যার দলিল নং ৬৭০৩/২০১৯। উক্ত ওয়াক্ফ সম্পত্তি দলিলে গ্রহীতা গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামীম, ছদর সাহেব হুজুর (রহ:) এর ছাহেবজাদা পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব অত্র ওয়াক্ফনামা দলিলের উল্লেখিত সম্পত্তির মোতাওয়াল্লী থাকবেন।
-প্রেস বিজ্ঞপ্তি





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন