ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিবাদের অংশ হিসেবে সাতক্ষীরার শিক্ষার্থীদের তিনটি কর্মসূচি পালন

দ্বারা zime
০ মন্তব্য 238 দর্শন

 

ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিবাদের অংশ হিসেবে আজকে তিনটি কর্মসূচি পালন করেছে সাতক্ষীরার শিক্ষার্থীরা।
“সচেতন শিক্ষার্থীবৃন্দ”-এর ব্যানারে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কর্মসূচিগুলো পালিত হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে গণস্বাক্ষর সংগ্রহ, নির্যাতিত হয়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ।

শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে এসব কর্মসূচি পালিত হয়। বিভিন্ন প্রতিবাদী ও স্বরচিত কবিতায় তারুণ্যের কন্ঠে প্রতিবাদ ঝরে পড়ে, গানের কলিতে ফুটে ওঠে ক্ষোভ আর বিক্ষোভ।
সামগ্রিক আয়োজনে বাংলাদেশের সমাজ জীবনে সকলের মিলেমিশে অবিভক্ত অবস্থার প্রত্যাশা করা হয়।
আগামী দিনগুলোতে বাংলাদেশের সমাজ জীবন থেকে ধর্ষণ ও নারী নির্যাতন দূরীকরণে দশ দফা দাবী পুনর্ব্যক্ত হয় আন্দোলন মঞ্চ থেকে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন