ধর্ষকদের সামাজিকভাবে বয়কটের আহ্বান নিয়ে সাতক্ষীরা শহরে পালিত হলো শান্তিপূর্ণ ও বৃহত্তর মানববন্ধন

দ্বারা zime
০ মন্তব্য 365 দর্শন

 

দেশব্যাপী অব্যাহত ধর্ষণের নিন্দাজ্ঞাপন ও ধর্ষকদের সামাজিকভাবে বয়কটের আহ্বান নিয়ে সাতক্ষীরা শহরে পালিত হলো শান্তিপূর্ণ ও বৃহত্তর মানববন্ধন।

“সচেতন শিক্ষার্থীবৃন্দ”-এর ব্যানারে সাতক্ষীরার সকল স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মিলিত সামাজিক প্রতিবাদ এবং আন্দোলনের সূচনা হলো এই মানববন্ধনের মধ্য দিয়ে।
সুনির্দিষ্ট দশটি দাবী সামনে রেখে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত কয়েক শত শিক্ষার্থী অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে সামাজিক আন্দোলনের মাধ্যমে নারীদের প্রতি ঘটতে থাকা সব ধরণের নির্মমতা, পাশবিকতা ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার বারবার পুনর্ব্যক্ত করেন।
তিনদিন ব্যাপী এই সামাজিক আন্দোলনের মূল স্লোগান ছিলো, “সামাজিক আন্দোলন; রুখে দাও নির্যাতন”

নারী-পুরুষের সহাবস্থান এবং পরস্পরের প্রতি আস্থাশীল একটি সমাজ বিনির্মানের প্রত্যয়ে চলমান আন্দোলনের প্রথম দিনে মানববন্ধনের পর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বল্পসময় অবস্থান কর্মসূচি পালিত হয়।

আয়োজকরা জানান, আগামীকাল শুক্রবার বিকালে ও সন্ধ্যায় এই আন্দোলনের দ্বিতীয় দিন শহীদ মিনার বেদীতে মোমবাতি প্রজ্বলন, প্রতীকী অবস্থান এবং গানে-কবিতায় শৈল্পিক বিক্ষোভ প্রদর্শন করা হবে।
সকলকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান ও অনুরোধ জানিয়েছেন তারা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন