ধর্মপ্রাণ মুসলমানদের সর্ববৃহৎ উৎসব পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে চুয়াডাঙ্গা র এসপি মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম গতকাল বিকাল ০৫ টার পরে পুলিশ সুপারের কার্যালয়ে পথ শিশু, এতিম ও প্রতিবন্ধী বিদ্যালয়, জাহানারা যুব মহিলা সংস্থা, পলাশপাড়া, চুয়াডাঙ্গা’র ৬৬জন পথ শিশু প্রতিবন্ধি শিশুকে “ঈদ উপহার” হিসাবে নতুন পোষাক প্রদান করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মানবিক পুলিশ সুপার খ্যাত মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম- সেবা ও মিসেস পুলিশ সুপার শারমিন মুস্তারী, পুনাক সভানেত্রী, চুয়াডাঙ্গা’র নিকট থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে পথ শিশু, এতিম ও প্রতিবন্ধী শিশুরা খুবই আনন্দ প্রকাশ করেন । পুলিশ সুপারের মহানুভবতায় মুগ্ধ হয়ে পুলিশ সুপার ও তাঁর পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনা করেন এবং তাঁর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সর্বস্থরের সদস্যবৃন্দ।