গড ফাদার গড মাদার বলে কিছু নেই। পাপিয়া ও সম্রাটের মত যারাই অপরাধী তাদেরকেই আইনের আওতায় আনা হবে। কোন ছাড় দেয়া হবে না। আজ শনিবার বিকালে চুয়াডাঙ্গার দর্শনায় নতুন থানার উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপরোক্ত কথা বলেন।

ভারতে চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে সাম্প্রদায়িকতার কোন সুযোগ নেই। অসাম্প্রদায়িক বাংলাদেশে ভারতের চলমান পরিস্থিতির কোন প্রভাব পড়বে না। তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর কাছে কোন কিছু চাওয়ার প্রয়োজন হয় না। যখন যা প্রয়োজন তিনি তা দেন। দর্শনাকে থানায় রুপান্তর করা হয়েছে। ভবিষ্যতে উপজেলা করা হবে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত চলছে। খুব দ্রুতই এর ফলাফল পাওয়া যাবে।

দর্শনা থানা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল  ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার), চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রমুখ।

পরে দর্শনা কলেজ মাঠে জঙ্গী সন্ত্রাস ও মাদক বিরোধী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ৯০ জন নারী-পুরুষ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন