বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাস্ক ছাড়া কাউকে পুষ্পস্তবক অর্পণ করতে দেওয়া হবে না : ডিএমপি কমিশনার

দ্বারা zime
০ মন্তব্য 176 দর্শন

 

জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাস্ক ছাড়া কাউকে পুষ্পস্তবক অর্পণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এছাড়া সেলফি না তুলতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে ঢাকা মহনগর পুলিশের পক্ষ থেকে।

শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে ধানমন্ডি ৩২ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা প্রত্যেক ব্যক্তিকে হ্যান্ডমেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি করে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তল্লাশি, ব্লক রেইড, চেকপোস্টের কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে সুইপিং করানো করা হয়েছে। ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থানকেন্দ্রিক অনুষ্ঠানস্থল ও তার আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে। অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং করা হচ্ছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘সকাল সাড়ে ৭টা পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রী। তার পুষ্পার্ঘ অর্পণ শেষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রবেশ করবেন। এটি যেহেতু আবেগের জায়গা সেহেতু এরপর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। করোনা মহামারি চলছে এ কারণে জনসাধারণকে সেলফি না তোলার জন্য অনুরোধ করছি।’

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় চলাচলরত গাড়িচালক বা ব্যবহারকারীদের জন্য ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নতুন ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান শফিকুল ইসলাম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন