বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মেহেরপুর জেলার সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সভা

দ্বারা zime
০ মন্তব্য 173 দর্শন

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মেহেরপুর জেলার সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে “জাতির পিতার সম্মান,রাখব মোরা অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খান বলেন, জাতির পিতা এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ।জাতির পিতার নাম যেমন বাংলাদেশ থেকে মুছে ফেলা যায় না তেমনি জাতির পিতার নাম বিহীন বাংলাদেশ আমরা কল্পনা করতে পারি না। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন, মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভু কুমার সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) তৌফিকুর রহমান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জি এম নুর মোহাম্মদ প্রমুখ। এছাড়াও প্রতিবাদ সভায় মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিরিন নাহার, অতিরিক্ত জেলা দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, জেলা আনসার কমান্ড্যান্ট রাকিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন সহ মেহেরপুর জেলার প্রথম শ্রেণীর কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন