শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় মঙ্গলবার সকাল ১০টায় থানা চত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম (বার)।

পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরায় যোগদানের পর প্রথম তিনি পাটকেলঘাটা থানা পরিদর্শন করেন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি সাধারন মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার পাটকেলঘাটা তথা সাতক্ষীরা জেলা কে মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত করা হবে বলে আশ্বাস প্রদান করেন, তিনি আরও বলেন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলে জানান তিনি।
পুলিশ সুপার এসময় বলেন, সাতক্ষীরা থেকে অপরাধ কর্মকান্ড নির্মূল করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন ব্যাক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। তাই সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবানও জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

মতবিনিময়কালে তালা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম, তালা-পাটকেলঘাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা, আওয়ামীলীগের তালা উপজেলা সভাপতি শেখ নুরুল ইসলাম,খলিশখালী ইউপি চেয়ারম্যান মোজাফফার হোসেন, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সাতক্ষীরা প্রেস ডট কমের সম্পাদক গাজী আশরাফ, বিবিসি সাতক্ষীরা সম্পাদক ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ সহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

একই দিন বিকালে পুলিশ সুপার তালা থানা পরিদর্শন করেন। তালা থানায় পৌছালে তালা থানার পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে পুলিশ সুপার ২১ শে আগষ্ট উপলক্ষে তালা থানা পুলিশ কে বিশেষ নির্দেশনা প্রদান করেন।পরে তালা থানার ওসি মোঃমেহেদী রাসেলের নেতৃত্বে পুলিষ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার কে গাার্ড অফ অনার (সালামী) প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন