ভোমরা ল্যান্ডপোর্টের সকল কার্যক্রম কাল থেকে চলবে : জেলা প্রশাসক মোস্তফা কামাল

দ্বারা zime
০ মন্তব্য 134 দর্শন
আগামীকাল থেকে আবার ভোমরা স্থল বন্দরের সার্বিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের লকডাউনের কারণে গত মার্চ মাসের ২৪ তারিখ থেকে ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ৭০ দিন স্থগিত থাকার পর আগামীকাল ২ জুন ২০২০ তারিখ হতে পুণরায় ভোমরা স্থল বন্দরের সকল কার্যক্রম  শুরু করা হবে।
ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তা, স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা এবং ভোমরা সি এন্ড এফ এসোসিয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার জন্য সম্মতি দিয়েছেন এবং সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন।




০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন