মাতা-পিতা অমূল্য সম্পদ একবার হারিয়ে গেলে আর ফিরে পাবেন না : সদর ইউএনও ফাতেমা-তুজ জোহরা

দ্বারা zime
০ মন্তব্য 403 দর্শন

 

মীর আবু বকর :  সাতক্ষীরায় বয়স্কদের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাইফস্টাইল হেলথ এডুকেশন ও প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা সিভিল অফিসের সম্মেলন কক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহাদ জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

প্রধান অতিথি বলেন, সকল মানুষের জন্য বার্ধক্য অনিবার্য। দেহেরুপ সৌন্দর্য চিরস্থায়ী থাকে না। বয়স বেশি হলে মানুষ বিভিন্ন রোগ আক্রান্ত হয়। এ সময় বয়স্কদের স্বাস্থ্য বিষয়ক পরিচর্যা করতে হবে।ইউএনও বলেন, বিশেষ করে যাদের মাতা-পিতা আছেন তাদের প্রতি অত্যন্ত আন্তরিক হবেন। মাতা -পিতা আপনার অমূল্য সম্পদ একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে পাবেন না। সময় থাকতে তাদের প্রতি যতœবান হবেন।

এসময় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর সহকারী কমিশনার ভূমি সুমনা আইরিন, পৌর কাউন্সিলর শেখ শফিকুদ্দৌলা সাগর, কায়সারুজ্জামান হিমেল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেলিম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, পাবলিক হেলথ নাস সিরিনা আক্তার, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সদর হাসপাতালে চিকিৎসক ডাঃ মুক্তাদির তামিম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন