বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুরের ঐতিহ্যবাহী যশোরেশ্বরী মন্দির পরিদর্শন ও পূজা দিতে আসছেন। তার আগমনকে সুন্দর ও সার্থক করতে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সোমবার দুপুর ৩টায় নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি ও সার্বিক বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভা শেষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নেতৃত্বে ভারতের প্রধানমন্ত্রীর জন্য নির্মিত বিশ্রামাগার, মন্দির, মন্দির প্রাঙ্গণ, মন্দিরের নবনির্মিত রাস্তা, ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়, হেলিকপ্টার নামার হেলিপ্যাড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে ঘুরে পরিদর্শন করা হয় এবং সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা দেখে ভারত-বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাইকমিশনার রাজেশ কুমার রায়না, এসএসএফ কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই কর্মকর্তাবৃন্দ, এনএসআই কর্মকর্তাবৃন্দ, এসবি কর্মকর্তাবৃন্দ, র্যাব, বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, ভারতের এসপিজি ও দূতাবাসের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।