আইজিপি’র নির্দেশে যশোরে মাস্ক বিতরণ করলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ:মহিদ উদ্দিন

দ্বারা zime
০ মন্তব্য 273 দর্শন

 

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ, বিপিএম(বার)এঁর নির্দেশক্রমে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে জন-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন, বিপিএম(বার)আজ ২১/০৩/২০২১ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় যশোরের কনফারেন্স রুমে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণের ইতোমধ্যে এক বছর পার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সফল উদ্যোগ ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং দেশের জনগণের সার্বিক সহযোগিতায় আমরা করোনা মোকাবেলায় সক্ষম হয়েছি। করোনা মোকাবেলায় সাফল্যের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম। করোনা সংক্রমণের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে আমাদের সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এসময় তিনি জেলা ক্রীড়া, মৎস্যজীবি, শ্রমিক, ধর্মীয় প্রতিষ্ঠান, কমিউনিটি পুলিশিং ফোরাম, ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি, বীর মুক্তিযোদ্ধাগন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের মধ্যে মাস্ক বিতরণ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন