পুলিশ সুপার, রাজবাড়ীর দিক নির্দেশনায় ওসি ডিবি, রাজবাড়ীর জনাব মোঃ ওমর শরীফ ও ইন্সপেক্টর মোঃ জিয়ারুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ইং ৩০/০৯/২০১৯ খ্রিঃ (১৫:৩০ হতে ১৭:০০) ঘটিকার মধ্যে রাজবাড়ীর থানাধীন বাগমারার সাগর এগ্রো ফুড ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর থেকে ১৫০(একশত পঞ্চাশ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী-১। মোঃ অহিদুজ্জামান রুবেল(২৫), পিং- মোঃ বাবুল মিয়া ২। খোদেজা বেগম (৫০), পিং- মৃত কালাচাঁদ মন্ডল, উভয় সাং- আন্দুলবাড়িয়া, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গাদ্বয়কে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ ৩। মোঃ দাউদ মিস্ত্রী (৩৫), পিং- ওয়াজ মিস্ত্রী, সাং- ভাদালিপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে এবং ২৯০০(উনত্রিশ শত) ফাইল/পিচ চোরাচালানের মাধ্যমে আনিত ভারতীয় “Vitamin D3 Injection” সহ ৪। মোঃ রায়হান হোসেন রাব্বি(১৯), পিং- মোঃ সিরাজ মিয়া, সাং- কোলারহাট, থানা ও জেলা- রাজবাড়ীকে গ্রেফতার করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ি ডিবি পুলিশের পরিদর্শক মো: জিয়াউর রহমান জানান,আটককৃত আসামীদের সকলের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদক ও স্পেশাল পাওয়ার এ্যাক্টে ভিন্ন ভিন্ন মামলা রুজুর প্রক্রিয়া চলছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন