রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গোৎসব আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। চলমান উৎসবকে নিরাপত্তা দিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক এঁর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজশাহী মহানগরীকে সর্বোচ্চ নিরাপত্তা ও নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে। মেট্রোপলিটন এলাকার সব পুজামন্ডপ-সহ গুরুত্বপূর্ণ এলাকায় ৫০০-এর অধিক ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট থেকে সার্বক্ষণিক সোসাল মিডিয়া মনিটরিং ও সাইবার পেট্রোলিং-এর কার্যক্রম চলমান রয়েছে।

√ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ও পুজামন্ডপ সমূহে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

√ সমগ্র রাজশাহী মেট্রোপলিটন এলাকা সেন্ট্রাল সিসি ক্যামেরা ইউনিট থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

√ City Surveillance এর মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন এলাকার সকল সন্ধিগ্ধ ও উগ্রপন্থিদের গতিবিধি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

√ রাজশাহী মেট্রোপলিটন এলাকার সকল কিশোর গ্যাংদের নিয়ে বহুল তথ্য সম্বলিত “কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজে” এ সংরক্ষিত সকল কিশোর গ্যাংদের সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

√ বহুল তথ্য সম্বলিত “হ্যালো আরএমপি এ্যাপ” এর মাধ্যমে খুব সহজে যে কোন তথ্য ও অভিযোগ দেয়া যাবে এবং অতি দ্রুত সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

√ আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

√ অন-লাইন প্লাটফর্মে যে কোন অপ্রীতিকর ঘটনা বা অপ-প্রচার প্রতিরোধে সার্বক্ষণিক সাইবার পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে।

√ জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার বিট অফিসার, থানার অফিসার ইনচার্জ ও আরএমপি’র কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে।

যোগাযোগঃ
আরএমপি কন্ট্রোল রুম হট লাইন- 01320063998
সাইবার ক্রাইম ও সিসি ক্যামেরা ইউনিট-01320061983
জাতীয় জরুরি সেবা- 999

– প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন