সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শ্যামনগর সদরের এম,এম প্লাজার ভার্তা বাড়ি হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক আরাফুজ্জান আশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় যুব সংহিতর শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, জেলা যুব সংহিতর সদস্য সচিব আবু তাহের, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রাজিবুল্লাহ রাজু, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক সাংবাদিক আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আব্দুল আলীম, সদস্য সচিব বাবু, ছাত্র সমাজ নেতা হাবিবুল্লাহ্। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়ন জাতীয় পার্টি ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে অ্যাড. আব্দুর রশিদকে সভাপতি, এম.কামরুজ্জামান সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়।