শ্যামনগর থানা পরিদর্শন করলেন সাতক্ষীরার এসপি মতিউর রহমান সিদ্দিকী

দ্বারা zime
০ মন্তব্য 517 দর্শন

 

শ্যামনগর থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মহিউর রহমান সিদ্দিকী।আজ ২৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা জেলার  পুলিশ সুপার  মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী  শ্যামনগর থানা পরিদর্শন করেন।এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কালিগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি মোঃ আমিনুর রহমান ও শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ।

এ সময় তাঁকে শ্যামনগর থানা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় তিনি জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন কালে এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন  শ্যামল কুমার চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ প্রমুখ।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন