শ্যামনগর থানা পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 304 দর্শন

 

শ্যামনগর থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা  পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।গতকাল  সকাল ১০টায় শ্যামনগর থানা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ সুপার থানায় পৌঁছালে শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে অত্র থানা পুলিশের একটি চৌকস দল সম্মানিত পুলিশ সুপার কে গার্ড অব অনার প্রদান করেন।

পুলিশ সুপার পরিদর্শনকালে অত্র থানার বিভিন্ন শেরেস্তার দাপ্তরিক রেজিস্টার তদারকি করেন ও থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।পরে পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন অত্র থানা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন