পুলিশ সর্বসাধারণের নিরাপত্তায় নিরালস ভাবে কাজ করছে : এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান

দ্বারা zime
০ মন্তব্য 451 দর্শন

 

শেখ আরিফুল ইসলাম আশা: আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, নিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি। মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং আপনার পাশে এ প্রতিপাদ্যে সাতক্ষীরা সদর থানায় বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ মে) বিকেলে সদর থানার হলরুমে অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম এর সভাপতিত্বে এ বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়।বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।


প্রধান অতিথি বক্তব্যে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, পুলিশ সর্বসাধারণের নিরাপত্তায় রাত দিন নিরলস কাজ করছে। পুলিশিং সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে এ বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়েছে। থানা এলাকায় জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।

সমাবেশে সদর থানার ভারপ্রাপ্ত ওসি  (ইন্সপেক্টর তদন্ত) নজরুল ইসলাম বলেন,জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে ইভটিজিং, জুয়া, সন্ত্রাস ও মাদক নির্মূল, অপমৃত্যু এবং ধর্ষণ বিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে নিয়মিত মনিটরিং করছেন জেলা পুলিশ।


বিট পুলিশিং সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর থানার বিভিন্ন বিট এর দায়িত্বে নিয়জিত কর্মকর্তা ও গ্রাম পুলিশবৃন্দ সহ সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন