সাতক্ষীরায় ছিন্নমূল, দরিদ্র ও প্রকৃত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সদর এমপি রবি

দ্বারা zime
০ মন্তব্য 231 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার ছিন্নমূল, দরিদ্র ও শীতার্থ অসহায় মানুষের সেবায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অসহায় গরীব মানুষের বন্ধু গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি সাতক্ষীরার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি, প্রচন্ড শীত নিবারণের জন্য তাদের অনেকের নুন্যতম শীতের কাপড় কম্বল নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি। সরকারের পাশা পাশি সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসার জন্য।” প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো এমপি রবির এ গরম কাপড়ের পরশ পেয়ে বেজায় খুশি হন অসহায়রা। কেউ কেউ তার জন্য তাৎক্ষণিক দোয়াও করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুর রউফ, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন