বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা জেলা ক্রীড়াঙ্গণে অনেক এগিয়ে : এমপি রবি

দ্বারা zime
০ মন্তব্য 153 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৩ এর আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা, এ্যাথলেটিকস্ পতাকা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা উদ্বোধন করেন সাতক্ষীরা সদর -২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা জেলা ক্রীড়াঙ্গণে অনেক এগিয়ে। একজন মানুষকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। সেই শেখ কামাল সম্পর্কে কিছু বলতে চাই। তিনি ছিলেন ক্যাপ্টেন। তিনি অত্যন্ত সাধারণ মানুষের মতো চলাফেরা করতেন। স্বাধীনতা যুদ্ধের পরে শেখ কামাল শুধু ক্রীড়াঙ্গণ নয়। বিভিন্ন ক্ষেত্রের আবিস্কারক ছিলেন এবং মান উন্নয়নে তার অবদান সীমাহীন। শেখ কামাল আবাহনী ক্লাব তৈরী করে বাংলাদেশের ফুটবল খেলোয়াড়দের সম্মান ও মূল্য বেড়েছে। তার হাতেই সৃষ্টি হয়েছে স্পন্দন শিল্পী গোষ্ঠী। আমি ঘন্টার পর ঘন্টা শেখ কামাল সম্পর্কে বলতে পারবো। আমি তাকে অত্যন্ত কাছ থেকে দেখেছি। তিনি সাদা মনের মানুষ ছিলেন। তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। এসময় তিনি ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহিদ ও ১৯৫২ সালের ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এমপি রবি।”


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৩ এর আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ।


এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ সেতারা জামান, সাতক্ষীরার কৃতি-সন্তান ১৪ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান (শাহিন), মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, মো. আব্দুল মান্নান, কাজী আক্তার হোসেন, ইমাদুল হক খান, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, স.ম সেলিম রেজা, ফারহা দীবা খান সাথী, শিমুন শামস্, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান প্রমুখ। এসময় জেলা, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা ও জেলার সাবেক ও বর্তমান এ্যাথলেটিকস্রা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন