সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসক হুমায়ুন কবীরের যোগদান

দ্বারা zime
০ মন্তব্য 165 দর্শন

 

শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর। বুধবার (২৩ জুন) বেলা দেড়টার দিকে বিদায়ী জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।


বিদায়ী জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব পদে যোগদান করবেন।


এর আগে গত ৩১ মে (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা বদলি ও পদায়ন করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। সদ্য বিদায়ী জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ২০১৮ সালের ৯ অক্টোবর সাতক্ষীরায় যোগদান করেন। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
দায়িত্বভার হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা অভ্যর্থনা জানান ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।


সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইন্দ্রজিত সাহা বলেন, নতুন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর স্যার দুপুরের দিকে যোগদান করেছেন। সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোস্তফা কামাল স্যার দায়িত্বভার হস্তান্তর করে নতুন স্যারকে অভ্যর্থনা জানিয়ে সাতক্ষীরা ত্যাগ করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন