সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বইমেলার উদ্বোধন

দ্বারা zime
০ মন্তব্য 296 দর্শন

 

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

তিনি বলেন, বই পড়া একটি ভাল অভ্যাস। আমাদের দেশে বেশ কিছু বই আছে যে বই গুলোতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে লেখা আছে। সেই ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মানুষ বইমেলায় আসবে বই পড়বে। সুন্দর পরিবেশ বিরাজ করবে। বিজয়ের সাথে বইমেলা উদযাপন করতে পেরে সাতক্ষীরা বাসী আনন্দিত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সজীব খান, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাজ্ব আসাদুুজ্জামান বাবু, জেলা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার মোশারফ হোসেন মশু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুক ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তানজিলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রাশেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল­াহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন, সদর সহকারী ভূমি কমিশনার মো: মহিউদ্দীন, এনডিসি নুরুল আমিন, এছাড়া জেলা প্রশাসক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন