সাতক্ষীরায় বিশ্ব এইডস দিবসের র‌্যালীতে মাস্ক বিতরণ করলেন জেলা প্রশাসক

দ্বারা zime
০ মন্তব্য 210 দর্শন

 

সাতক্ষীরায় বিশ্ব এইডস দিবস ২০২০ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের উদ্যোগে গতকাল সকাল সাড়ে নয়টায় সিভিল সার্জন অফিসে সদর হাসপাতালের সিনি: মেডিসিন কনসালটেন্ট ডাঃ আছাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাউদ্দিন,সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষচৌথুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়েন্ত সরকার, সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আমানাতউল্লাহ, নার্সিং সুপার শেফালী সরকার, জুনিয়ার স্বাস্থ্য শিক্ষা শাহিনুর খাতুন, পাবলিক হেলথ নার্স সিরিনা আক্তার, রথিন্দ্র নাথ, এনজিও প্রতিনিধি সনজুমিয়া, মনিরুজ্জামান, আশরাফুল আলম সহ সদর হাসপাতালের স্টাফ নার্স, সিভিল সার্জন অফিসের স্টাফ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও উপস্থিত ছিলেন। এর পূর্বে সকালে সিভিল সার্জন অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এসময় র‌্যালীতে জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।জেলা প্রশাসক এসময় করোনার ২য় ঢেউ মোকাবেলায় পথচারীদের কে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন