সাতক্ষীরায় সিটি ব্যাংকের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ৫৫২ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দ্বারা zime
০ মন্তব্য 335 দর্শন

 

মাহফিজুল আক্কাস: সাতক্ষীরায় সিটি ব্যাংকের পক্ষ থেকে করোনা ভাইরাস দুর্যোগ প্রাদূর্ভাবের কারণে কর্মহীন ৫৫২ পরিবারের মাঝে খাদ্য সামগ্র ভাইরাস দুর্যোগ প্রাদূর্ভাবের কারণে কর্মহীন মানুষের মাঝে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সিটি ব্যাংক সাতক্ষীরা শাখা জেলা প্রশাসকের নিকট হস্তান্তরকৃত ৫৫২ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল-কায়সার এবং সাতক্ষীরার কৃতি সন্তান সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন কর্তৃক প্রদত্ত এ খাদ্য সামগ্রী শুক্রবার (০৮ মে) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
সিটি ব্যংক সাতক্ষীরা শাখার পক্ষে উপস্থিত ছিলেন সিটি ব্যংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. রুহুল আমিন, রিলেশনশীপ ম্যানেজার মো. আখতারুজ্জামান ও মো. তরিকুল ইসলাম।
এসময় সাতক্ষীরায় করোনা ভাইরাস দুর্যোগ প্রাদূর্ভাবের কারণে ৫৫২টি কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইতিপূর্বে সিটি ব্যাংক ঢাকা-খুলনাসহ বিভিন্ন জেলায় করোনা ভাইরাস দুর্যোগ প্রাদূর্ভাবের কারণে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা,বর্ণমালা একাডেমির সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার প্রমুখ। এসময় সিটি ব্যংক সাতক্ষীরা শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন