সাতক্ষীরা জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 131 দর্শন

 

বঙ্গোপসাগরে নিন্মচাপের সৃষ্টি আসন্ন ঘুর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশিদ, জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল বাসেত, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল (শুভ্র), সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, কৃষি স¤প্রসারন অধিদপ্তরের ডিডি কৃষিবীদ মো: সাইফুল ইসলাম, বিজিবি সহকারী পরিচালক মেজর মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আবুল কালাম আজাদ, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন অধিদপ্তরের মোঃ সালাউদ্দিন, আবহাওয়া বিষয়ক কর্মকর্তা জুলফিকার আলী, সভায় সমাপনী বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা যদি দূর্যোগ কবলিত হয় তবে মানুষের মৃত্যের হার কমানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমাদের লক্ষ্য থাকবে কি ভাবে ক্ষয় ক্ষতি কমানো যায়। সকল সাইক্লোন সেন্টার প্রস্তুতি রাখা হবে। ট্রলারগুলো রিকুইজেশন করা হবে। তারা মানুষের পরাপার করবে। সকলের সচেতন থাকলে দুর্যোগ ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পাবে। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন