সাতক্ষীরা ট্রোমা সেন্টারের সফলতার চতুর্থ বৎসর উদযাপন

দ্বারা zime
০ মন্তব্য 266 দর্শন

 

হাটাহাটি পা পা করে চতুর্থ বৎসরে পদার্পণ করেছে সাতক্ষীরা ট্রোমা সেন্টার। ঘাত-প্রতিঘাত সকল বাঁধা বিপত্তি পেরিয়ে হাড়-ভাঙা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন সাতক্ষীরা ট্রোমা সেন্টারের প্রতিষ্ঠাতা ও সদর হাসপাতালের  অর্থপেডিক্স সার্জন ডাঃ মোঃ হাফিজউল্লাহ।

বুধবার ইফতারীর পর দিন টি উদযাপন উপলক্ষে সাতক্ষীরা ট্রোমা সেন্টারে এক সংক্ষিপ্ত প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।অনুষ্ঠানে কেক কেটে আনুষ্ঠানিকতা শুরু করেন ডাঃ হাফিজউল্লাহ ও তার স্ত্রী গুলশান নাহার এবং তাদের এক মাত্র পুত্র নুরুললাহ( মাহি)।

করোনা পরিস্থিতির কারোনে সংক্ষিপ্ত পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ট্রোমা সেন্টারের ম্যানেজার জনি বলেন করোনা পরিস্থিতি র মধ্যে আমাাদের স্যার খুুুুব সামান্য নিরাপত্তা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে হাড় ভাঙা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি জানান সদর হাসপাতালের ডিউটি শেষে তিনি যেটুকু সময় পান তিনি ট্রোমা সেন্টারে দুটো একটা রোগীকে চিকিৎসা সেবা দেন।  





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন