সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে দুই দেশের পুলিশ কর্মকর্তাদের ঈদের শুভেচ্ছা বিনিময়

দ্বারা zime
০ মন্তব্য 513 দর্শন

 

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ফুল ও মিষ্টি আদানপ্রদানের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দুই দেশের পুলিশ কর্মকর্তারা।
আজ শুক্রবার(২১ এপ্রিল) দুপুর ২টায় সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম  ও ভারতের বশিরহাট মহকুমার এসপি ড. জবি থমাস নিজেদের মধ্যে ফুল ও মিষ্টি বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ)  সজীব খান, সদর সার্কেলের এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান, ডিআইও ১ ইয়াছিন আলম চৌধুরী,সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান, ভোমরা ইমিগ্রেশনের আইসি মাজরেহা হোসেন,এসআই পিন্টু লাল, এস আই শেখ জুয়েল, এসআই বিশ্বজিৎ  সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বশিরহাট থানার অফিসার ইনচার্জ সুরেন্দ্র কুমার সিং সহ বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দুই দেশের পুলিশ কর্মকর্তারা ভারত ও বাংলাদেশের অভ্যন্তরীন সম্পর্ক নিয়ে কথা বলেন। প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের ঘাটতি নেই এবং পরস্পরের প্রতি সহযোগিতামূলক মনোভাব রয়েছে বলে মন্তব্য করেছেন ভারত ও বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন