সাতক্ষীরা সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২০২৬) এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 273 দর্শন

 

আলতাফ হোসেন বাবু (সম্পাাদক , সাতক্ষীরা টাইমস)  :    সাতক্ষীরা সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২০২৬) এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২ জুন সন্ধায় সদর উপজেলার তালতলায় সংগঠনের কার্যালয়ে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউসুপ আলী সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ইসহাক সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, ক্রীড়া সম্পাদক হাফিজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল গফ্ফার, সদস্য হাসান। এছাড়া বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা শাখা-১ এর সভাপতি লোকমান সরদার, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সদস্য শওকত আলী, ঝাউডাঙ্গা শাখা-২ এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক আকবর আলী প্রমুখটা
সভায় বক্তারা বলেন সাতক্ষীরা সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউসুপ আলী সরদার এর বিরুদ্ধে অবৈধ সম্পাদক নিয়োগের অভিযোগ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বক্তারা আরো বলেন সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের পূর্বের কমিটিতে সাধারণ সম্পাদক পদে দায়িত্বে থাকা ইমরান হোসেনের কাছে সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে পূর্বের ২ বছরের আয়-ব্যয়ের হিসাব চাওয়া হয়। কিন্তু সাধারণ সম্পাদক ইমরান হোসেন সংগঠনের আয়-ব্যায়ের হিসাব না দিয়ে তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে ৩১ আগষ্ট ২০১৯ ইং তারিখে ইমরান হোসেন পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা উল্লেখ করে কমিটি থেকে অব্যহতি গ্রহণ করেন। পরবর্তিতে সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের উপস্থিতিতে রেজুলেশনের মাধ্যমে ও সদস্যদের মতামতের ভিত্তিতে ইউসুপ আলীকে সভাপতি ও ইসহাক সরদারকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠন করা হয়। সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় সংকটে পড়া সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সদস্যদের পরিবার বাঁচাতে নতুন কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যানে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন। এমতাবস্থায় উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির উন্নয়নমূলক কর্মকান্ড দেখে সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক কে এবং সংগঠনের সুনাম নষ্ট করার লক্ষে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে উক্ত সংবাদের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন