
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশে কর্মরত সকল পর্যায়ের অফিসার ফোর্স এবং বিট পুলিশিং সদস্যদের সমন্বয়ে বাঙালির সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫.০৬.২০২২ খ্রিঃ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় হতে র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সদর থানায় এসে শেষ হয়।
উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা র জেলা প্রশাসক মোঃ আমিনুর রহমান খান। চুয়াডাঙ্গা র পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম এঁর সভাপতিত্বে র্যালিতে আরো উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম মালিক খোকন, মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গা, আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মোঃ মুন্না বিশ্বাস, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।