সদর উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন!!

দ্বারা zime
০ মন্তব্য 811 দর্শন

♣♣♣♣
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৮ অনুঃ ১৭ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। খেলা-ধূলা আয়োজনের মধ্য দিয়ে যুব সমাজকে মাঠ মুখি করতে হবে। তাহলে সমাজ থেকে সন্ত্রাস ও মাদক দুর হবে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারী স্বাধীনতাবিরোধীরা এখনও দেশ-বিদেশে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশের অগ্রযাত্রাকে কিছুতেই ব্যাহত করতে পারবে না। সোনার মানুষ দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারলেই  তাঁর রক্তের ঋণ কিছুটা শোধ হবে বলে উল্লেখ করেন।’ উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), আলিপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেয় বৈকারী ইউনিয়ন পরিষদ দল বনাম ধুলিহর ইউনিয়ন পরিষদ দল। খেলার রেফারীর দায়িত্ব পালন করেন এ.কে আজাদ কানন, সহকারী রেফারী ছিলেন আসাদুজ্জামান আসাদ, নাজমুল হুদা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন