ভোমরায় সামাজিক দুরত্ব নিশ্চিত করে খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দ্বারা zime
০ মন্তব্য 163 দর্শন

 

করোনা পরিস্থিতিতে সাতক্ষীরায় চলছে অঘোষিত লক ডাউন।তাতে আবার স্থলবন্দরের সকল কার্যক্রম স্থগিত।এতে করে ভোমরা বন্দরের খেটে খাওয়া শ্রমিক দের আয়ের পথ একেবারে বন্ধ হয়ে গেছে।সরকারি ত্রাণের পাসাপাসি হৃদয় বান বিত্তবান ব্যক্তিরা খাবার সামগ্রী নিয়ে সহযোগিতা করছেন খেটে খাওয়া মানুষদের কে।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে ভোমরা বর্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৩০ জন খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ৬ নম্বর ভোমরা ইউনিয়ন পরিষদের স্বর্গীয় প্রয়াত  চেয়ারম্যান বাবু রনজিৎ কুমার ঘোষ এর পুত্র মেসার্স সুন্দরবন এজেন্সির প্রোপাইটার দীপঙ্কর কুমার ঘোষ ও ভাইপৌ ভোমরা সিএন্ডএফ কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি  বাবু  পরিতোষ কুমার ঘোষ।

ত্রাণ বিতরণের সময় সামাজিক দুরত্ব ৩ ফুট দুরত্ব নিশ্চিত করে ১৩০ জন খেটে খাওয়া মানুষদের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, পিয়াজ ২ কেজি, ১ লিটার তেল, ১ প্যাকেট লবণ ও একটি করে সাবান বিতরণ করা হয় প্রত্যেক পরিবার কে।       

ত্রাণ বিতরণ কালে এসময় সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তরুন লীগের সভাপতি শাহানুর ইসলাম শাহীন, ভোমরা ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ জালালউদ্দিন মোল্লা, ভোমরা ০৪ নম্বর ওয়ার্ডের মেম্বার সাজ্জাদ আলী,ভোমরা ইউনিয়ন আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুস ছাত্তার জুয়েল,হারান চন্দ্র ঘোষ ডাঃ বাবু সুভাষ সরদার,আনারুল মোল্লা জাহাঙ্গীর হোসেন, সেন্টু,চিনু সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন