কেনা-কাটা শেষ করে বাড়ি চলে যান, অযথা ঘুরাঘুরি করবেন না : সাতক্ষীরা থানার ওসি আসাদুজ্জামান

দ্বারা zime
০ মন্তব্য 246 দর্শন

 

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেছেন সরকারি ভাবে দোকান পার্ট স্বল্প পরিসরে খোলার নির্দেশ দিয়েছেন সরকার তাই ক্রেতারা সামাজিক দুরত্ব নিশ্চিত করে(৩ ফুট দুরত্ব থেকে)   মার্কেটে কেনাকটা  করুন, তিনি দোকানদার দের উদ্যেশ্যে  বলেছেন আপনারা আপনাদের দোকানে হ্যান্ড স্যানিটাইজার রাখুন, কোন কাস্টমার দোকানে প্রবেশ করলে তার হাতে ও জুতার তলে হ্যান্ড স্যানিটাইজার  স্প্রে করে দিন অথবা দোকানের সামনে হাত ধোয়ার ব্যবস্থা করুন।তিনি ক্রেতা দের উদ্যেশে বলেন আপনাদের কেনা কাটা শেষ হলে সোজা বাড়ি চলে যান, কেউ অযথা বাহিরে ঘোরাঘুরি করবেন না। করোনা ঠেকাতে স্বাস্থ্য বিধি মেনে চলুন ও পুলিশ করে সহযোগিতা করুন।     

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান মটর সাইকেল যোগে ঈদের বাজার পরিদর্শন কালে হ্যান্ড মাইক নিয়ে উপরোক্ত সচেতনতা মুলক ব্যক্তব্য প্রদান করেন। এসময় কয়েকটি মটর সাইকেল যোগে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর অপারেশন বিপ্লব কান্তি মন্ডল, সেকেন্ড অফিসার প্রদীপ সানা, এসআই হাবিব, এসআই নুর আলম,এসআই হাফিজ, এসআই মানিক, এসআই হাসান,এসআই হাজ্জাজ, এসআই প্রদীপ রায়,এসআই আহম্মদ ,এএসআই শাহানুর,এএসআই সাইফুল, এএসআই মাজেদ, এএসআই সুবাস সিকদার,এএসআই নির্মল, এএসআই নজরুল, এএসআই পারভেজ, এএসআই ফারহানা,এএসআই রাশেদ, এএসআই শামীম,  এএসআই নুরনবী মটর সাইকেল মোহড়া অংশ নেন।                     

       





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন