করোনা পরিস্থিতিতে আবারো ৪০ বোতল ফেন্সিডিল সহ ৬ জনকে আটক করলো সাতক্ষীরা ডিবি পুলিশ

দ্বারা zime
০ মন্তব্য 749 দর্শন

 

করোনা পরিস্থিতির মধ্যে  আবারো ৪০ বোতল ফেন্সিডিল সহ ৬ জন কে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতদের নাম যথাক্রমে  মো. রেজাউল ইসলাম(২৫) পিতা, মো. লুতফর তরফদার ২। ইবরাহিম খলিল (২০) পিতা,মো আবু মুসা ৩।মো মারুফ হোসেন /সাগর(১৯) পিতা, মো মনিরুজ্জামান ৪। মো আবু সাঈদ গাজী(২০). পিতা,মো মিজানুর রহমান ৫। মো সজিব হোসেন (১৯).পিতা, মো জহিরুল ইসলাম ৬। শান্তনু মন্ডল (২১) পিতা হরিপদ মণ্ডল সকলের বাড়ি শ্যামনগরের পরান পুর গ্রামে।

সাতক্ষীরা জেলা পুলিশের সুত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলামের তত্বাবধানে  ডিবির সাব- ইন্সপেক্টর মোঃ ফরিদ হোসেন এর নেতৃত্বে  এসআই মোঃ মুনিরুল ইসলাম, এএসআই রফিকুল ইসলাম, এএসআই জসিম উদ্দিন, কনস্টেবল  তোফায়েল আহমেদ, কং/ সিরাজুল ইসলাম, কং/ নজরুল ইসলাম, কং/ মামুন মিয়া ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রবিবার দিবাগত  রাত ৯ টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে  শ্যামনগর থানা   ধীন পরানপুর গ্রামস্থ জনৈক আব্দুর রহমান এর মুদি দোকানের সামনে হইতে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ আসামী মো. রেজাউল ইসলাম(২৫) পিতা, মো. লুতফর তরফদার ২। ইবরাহিম খলিল (২০) পিতা,মো আবু মুসা ৩।মো মারুফ হোসেন /সাগর(১৯) পিতা, মো মনিরুজ্জামান ৪। মো আবু সাঈদ গাজী(২০). পিতা,মো মিজানুর রহমান ৫। মো সজিব হোসেন (১৯).পিতা, মো জহিরুল ইসলাম ৬। শান্তনু মন্ডল (২১) পিতা হরিপদ মণ্ডল কে আটক করতে সক্ষম হন।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আপডেট সাতক্ষীরা কে জানান করোনা পরিস্থিতি ঠেকাত যখন সাতক্ষীরা জেলা পুলিশ জনসেবা করতে ব্যস্ত তখন একটি মাদক সিন্ডিকেট মাদক পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে শ্যামনগর পরান পুর এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিল সহ ৬ যুবক কে আটক করে হয়েছে। তিনি আরো জানান এ বিষয় ডিবি পুলিশ বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে। যাহার মামলা নং ৩৯, তাং ২১/০৬/২০২০ খ্রিস্টাব্দ।

প্রাসংঙ্গত এই অভিযানের মাত্র ১৪ দিন আগে  সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ ভোমরা বন্দরের কুক্ষাত মাদক ব্যবসায়ী ছোট্টু (৩৮) কে আটক করে। যে বিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা রুজু করা হয়, মামলা নং ২৯ তারিখ ০৮/০৬/২০২০ খ্রিস্টাব্দ।  





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন