স্বাস্থ্য বিধি মেনেই চলছে জাতীয় সংসদের ৯০, যশোর-৬ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ

দ্বারা zime
০ মন্তব্য 542 দর্শন

 

স্বাস্থ্য বিধি মেনেই চলছে জাতীয় সংসদের ৯০, যশোর-৬ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

আজ মঙ্গলবার ১৪ জুলাই ২০২০ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা থেকে কেশবপুরে স্বাস্থ্য বিধি মেনে চলছে জাতীয় সংসদের ৯০, যশোর-৬ আসনের উপ-নির্বাচনের প্রতিটা কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়।

উক্ত ভোট গ্রহণ সরোজমিনে পরিদর্শন করেন যশোর জেলার পুলিশ সুপার  মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম।

এসময় পুলিশ সুপার বেশ কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ কর্মসূচি পরিদর্শন করেন এবং প্রতিটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা কাজে নিয়োজিত সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, আমাদের কাজ হলো ভোট কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা প্রদান করা।

এসময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান মহোদয়, জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর, জনাব জসীম উদ্দীন, অফিসার ইনচার্জ, কেশবপুর থানা, যশোর, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার, নির্বাচন কমিশন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা সহ জেলা পুলিশ যশোরের ঊর্ধতন কর্মকতাগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন