ঈদুল আযহাতে ও বিকল্প আয়োজনে ‘ইত্যাদি’

দ্বারা zime
০ মন্তব্য 526 দর্শন

 

দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতি তিন মাস পর এটির নতুন পর্ব বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। এছাড়া ঈদ উৎসবে থাকে অনুষ্ঠানটির বিশেষ পর্ব। এর আরেকটি বিশেষ দিক হলো, দেশের নানা প্রান্তের ঐতিহাসিক স্থানগুলোতে ‘ইত্যাদি’র সেট নির্মাণ করা হয়। তুলে ধরা হয় সেসব স্থানের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতিসহ নানা দিক।

তবে করোনার কারণে গেল ঈদুল ফিতরের আগে সব ধরনের ‍শুটিং বন্ধ ছিল। তাই বাইরে শুটিং করে ‘ইত্যাদি’র নতুন পর্ব নির্মাণ করতে পারেননি অনুষ্ঠানটির রচয়িতা ও উপস্থাপক হানিফ সংকেত। তবে দর্শকদের নিরাশ করেননি। রাখেন বিকল্প আয়োজন। বিগত কয়েক বছরের ঈদে প্রচারিত ‘ইত্যাদি’র পুরোনো কয়েকটি পর্ব থেকে নতুন একটি সংকলন তৈরি করে সেটি ঈদুল ফিতরে প্রচার করেন হানিফ সংকেত।

যেই মহামারির কারণে গত ঈদে ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং করতে পারেননি নির্মাতা, সেই করোনার ভয়াবহতা দেশে এখনো সমানভাবে বিরাজমান। তাই এবারও দর্শকদের অনুরোধে একটি সংকলিত ‘ইত্যাদি’ সাজানো হয়েছে। রোজার ঈদের মতো বিগত কয়েক বছরে প্রচারিত কয়েকটি ঈদ ‘ইত্যাদি’ সংকলন করে সাজানো হয়েছে এবারের পর্বটিও।

সংকলিত ইত্যাদি হলেও এবারের কিছু অংশ নতুনভাবে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ‘ইত্যাদি’ টিম। এবারের পর্বে থাকছে সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জন্য শ্রদ্ধা। আরও রয়েছে প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির একটি বিশেষ পর্বসহ জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে নাচ, গান, নাট্যাংশের সমন্বয়ে অনেক মজার মজার পর্ব।

‘ইত্যাদি’র এবারের পর্বটি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। এদিন যেসকল দর্শক মিস করবেন, তাদের জন্য অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে ৮ আগস্ট, শনিবার রাত ৮টার বাংলা সংবাদের পর।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন