কুষ্টিয়া ইবি থানার ৪১ নং বিট পুলিশ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ১০ নং উজানগ্রামের ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন কুষ্টিয়া ইবি থানার অফিসার ইনচার্জ মোহা:মোস্তাফিজুর রহমান।
এসময় ৪১ নং বিট পুলিশিং কার্যালয়ের বিট পুলিশিং অফিসার হিসাবে এসআই আবদুস সামাদ কে দায়িত্ব প্রদান করা হয়।বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান, মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার ” উক্ত শ্লোগান কে সামনে রেখে মাননীয় ইন্সসপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম(বার) এঁর দিক নির্দেশেনা মোতাবেক খুলনা রেজ্ঞ ডিআইজি ড.খ:মহিদ উদ্দিন বিপিএম(বার) এঁর তত্বাবধানে ও কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম(বার) এঁর নেতৃত্বে কুষ্টিয়া জেলার প্রত্যেকটি থানা এলাকায় পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে, তার ই ধারাবাহিকতায় আজ ইবি থানাধীন ৪১ নং বিট পুলিশিং কার্যালয় ওপেন করা হলো। ওসি মোস্তাফিজ আরো বলেন ইবি থানা এলাকায় ইভটিজিং ,ধর্ষণ, বাল্য বিবাহ, অপহরণ, নারী নির্যাতন, সামাজিক দাঙ্গা, খুন, মাদক এছাড়াও আইন শৃঙ্খলা ও এলাকার বিরাজমান সমস্যার প্রতিরোধ ও প্রতিকার মূলক ব্যবস্থা গ্রহনে, জনসাধারনের মধ্যে নিরাপত্তাবোধ তৈরী, সমাজ থেকে অপরাধভীতি দূরীকরণপূর্বক জনমনে স্বস্তি ও আস্থা স্থাপন, সর্বোপরি পুলিশের সেবাকে জনগনের দ্বারপ্রান্তে পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে অত্র থানার বিট পুলিশিং কার্যক্রম এলাকায় ব্যাপক ভাবে পরিচালনা করা হচ্ছে।