লক ডাউনে কৈ যাচ্ছেন,আপনার মুভমেন্ট পাস আছে তো : ডিবির ওসি মহিদুল

দ্বারা zime
০ মন্তব্য 160 দর্শন

 

ভাই দাড়ান।কোথায় যাবেন লক ডাউনের মধ্যে?কি কারনে যাবেন প্রাইভেট কার নিয়ে?কোন রোগী আছে?আপনি কি চিকিৎসক? নাকি জরুরী পন্য বহনের কাজে নিয়োজিত? আপনার বাসা কোথায়?আপনার কি পুলিশ মুভমেন্ট পাস আছে?বুধবার সকাল থেকে খুলনা জেলায় প্রবেশের জিরো পয়েন্টে পথচারীদের এসব প্রশ্ন করেছে খুলনা জেলা ডিবির ওসি মহিদুল ইসলাম।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসানের দিক নির্দেশনা মোতাবেক খুলনা জেলা ডিবির ওসি মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায়, এসআই (নিঃ) মোঃ আসাদুল ইসলাম, এসআই (নিঃ) সৌরভ কুমার দাস, এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার ও সংগীয় অফিসার-ফোর্সসহ খুলনা জেলার বিভিন্ন থানা এলাকায় লকডাউন বাস্তবায়নে জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা, চেকপোস্ট, লকডাউন কার্যক্রম পরিচালনা করেন।এবিষয়ে জানতে চাইলে খুলনা জেলা ডিবির ওসি মহিদুল ইসলাম জানান আগামী ২৮ এপ্রিল পর্যন্ত সরকার করোনা প্রতিরোধে লক ডাউন ঘোষনা করেছে।তাই সরকারের ঘোষণাকৃত লক ডাউন বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি মানুষ কে ঘরে ফেরানোর জন্য।তিনি আরো বলেন,পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের এ অভিযান চলমান থাকবে। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন