দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে কাজ করছে র‍্যাব : ডিজি এম খুরশীদ হোসেন

দ্বারা zime
০ মন্তব্য 156 দর্শন

 

দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাবও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীলতা পাবে। নির্বাচনের সার্বিক দায়িত্বে থাকে নির্বাচন কমিশন। আমরা দায়িত্ব পালন করবো নির্বাচন কমিশনের অধীনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের দায়িত্ব হলো নির্বাচনে অংশ নেওয়া সব দলের নিরাপত্তার নিশ্চিতে কজ করা।’

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনের সময় দায়িত্ব পালনে কোনও সমস্যা হবে কিনা জানতে চাইলে এম খুরশীদ হোসেন বলেন, ‘কোনও সমস্যা হবে না। আমাদের যে কর্মকর্তাদের নিয়ে কিছু প্রশ্ন তারা জানতে চেয়েছেন প্রমাণসহ আমরা তার জবাব দিয়েছি। আমাদের কাজে কোনও প্রতিবন্ধকতা নেই। র‍্যাব ইচ্ছে করলেই যেকোনও কিছু করতে পারে না। যখন যেখানে যে ঘটনা ঘটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতরে আমরা তা জানিয়ে দেই। জবাবদিহির মধ্যে থেকেই আমাদের দায়িত্ব পালন করতে হয়।’

আদালত থেকে জ‌ঙ্গি পা‌লানোর দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী এড়াতে পারে না উল্লেখ ক‌রে র‍্যাবের মহাপ‌রিচালক বলেন, ‘সমন্ব‌য়ের অভাবে আদালা‌ত থেকে জ‌ঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।’

নির্বাচনের বছর একটি চ্যালেঞ্জিং সময়। এটা পার করার জন্য কোনও পরিকল্পনা করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে। কিন্তু সবকিছু প্রকাশ করবো না। আমরা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করি না, কিছু মানবিক বিষয় নিয়েও চিন্তা-ভাবনা করি। দেশে মাদকের বর্তমান যে অবস্থা আমরা তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আমরা সেটা নিয়ে কাজ করছি। সব বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করতে চাই। পাশাপাশি যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাব প্রস্তুত।’





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন